অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ সেপ্টেম্বর: আকাশের মুখ ভার। বৃষ্টির জন্য আটকে মণ্ডপ তৈরির কাজ। তাই রীতিমত চিন্তায় কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসবের সভ্য-সদস্যরা।
ব্যানার উত্তোলনের মাধ্যমে সঙ্ঘের তিরানব্বই তম বর্ষের দুর্গা পুজোর শুভ সূচনা গত ৫ মে সন্ধ্যায় হয়েছিল। রীতি মেনে ২০ জুন জগন্নাথ দেবের শুভ রথযাত্রার দিন সকালে পবিত্র ঢাকেশ্বরী মন্দিরে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। ১৬ জুলাই রবিবার সকালে পুজো মন্ডপের সূচনা খুঁটি পূজো ও রক্তদান শিবিরের মাধ্যমে হয়। তার পর কাটতে চলল আরও প্রায় এক পক্ষকাল। আমাদের এই বছরের দুজন শিল্পী সুবল পাল এবং নব কুমার পাল।
সংগঠনের অন্যতম প্রধান কর্মকর্তা দেবাশিস ভট্টাচার্য এই প্রতিবেদককে বলেন, “আবহাওয়া নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। এই অবস্থা আরও কয়েকদিন চললে কাজ শেষ করা মুশকিল হয়ে যাবে। বাইরের কাজ করার সমস্যা হয়ে যাবে।”
এবার বাড়তি কোনও সুরক্ষা ব্যাবস্থা প্রসঙ্গে তিনি জানান, “পুজোর জন্য এই বছরেও নেওয়া হয়েছে। এই জন্য নতুন করে কিছু নেওয়া হয়নি। তবে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য সচেতনতা প্রচার চালানো হচ্ছে।”
দেবাশিসবাবু বলেন, “২০২১ সালে ভুগিয়েছিল কোভিডের জন্য খোলামেলা মন্ডপে বৃষ্টিতে পুজো করতে খুবই অসুবিধা হয়েছিল। এবার হাতেয়এখনও সময় আছে। আশা করি এর মধ্যে আকাশ পরিস্কার হয়ে যাবে। আমরাও কাজ ভালোয় ভালোয় শেষ করে ফেলতে পারব।”

