Tathagata, Bengali Hindu, “….বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা,” সতর্কতা তথাগতর

আমাদের ভারত, ১ নভেম্বর: “২০২৬ সালে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে তাহলে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা – এই সরল সত্যটা জড়বুদ্ধিরা বুঝতে পারছে না।” শনিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “সাধারণত তৃণমূলের লোকেরা এখানে যা পোস্ট করে তাতে মনে হয় তারা বেশিরভাগ রাহুল গান্ধীর মত জড়বুদ্ধি। তার মধ্যে আবার এখন জুটেছে অভিষেকের ডিজিটাল গর্দভরা। চোখের সামনে দেখা যাচ্ছে পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) তারা নিশ্চিহ্ন হবার পথে, তাদের অনুপাত ১৯৪১ সালে ২৯% থেকে নেমে বর্তমানে ৮% – তবু বুঝতে পারছে না।

আর এক জড়বুদ্ধি আবার বলছে, আমরা হিন্দু-মুসলমান চাই না, চাকরি চাই, খেয়ে পরে বাঁচতে চাই। এমনিতেই বেঁচে থাকবে না (শুধু পুরুষদের কথা বলছি, মেয়েদের টেনে নিয়ে যাবে, কোনো মোল্লার চতুর্থ বৌ হয়ে বেঁচে থাকতে হবে)। তার উপর আবার চাকরি চাই – শখে আর ধরে না!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *