বারাসতে শুভেন্দু অনুগামীদের অস্তিত্ব জাহির, কাট আউটে ছয়লাপ শহর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর : বারাসাত শহর জুড়ে শুভেন্দু অধিকারির ছবি সহ কাট আউট ফেলল এক ভ্যান চালক। প্রচুর কাট আউটও রয়েছে। আর তা লাগানোর পর শহরজুড়ে শোরগোল পড়ে গেছে।

উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের রাস্তার ধারে এক ভ্যান চালক কে দেখা গেল শুভেন্দু অধিকারীর ছবিসহ ব্যানার টাঙাতে। ব্যানারে শুভেন্দু অধিকারী ছবি সহ দাদার অনুগামী নামাঙ্কিত রয়েছে।

ভ্যানচালক মোহিত বিশ্বাস জানান, দাদার অনুগামীরা আমাকে ডাকবাংলা থেকে হেলাবটতলা পর্যন্ত রাস্তার ধার ধরে এই পোস্টারগুলো ফেলতে বলেছে। তার জন্য ভ্যান ভাড়া বাবদ ৪০০ টাকা এবং পোস্টার লাগানোর জন্য অতিরিক্ত ৫০০ টাকায় রফা হয়েছে। শুভেন্দু অধিকারী আজ এই রাস্তা ধরে মুর্শিদাবাদ যাবেন, হয়ত সেই কারণেই এই কাট আউট, পোস্টার লাগানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি বিভিন্ন জায়গায় তাঁর অলিখিত সংগঠনের অস্তিত্বও জানান দেওয়া হচ্ছে। বারাসতে মোট ৪০টি কাট আউট লাগানো হয়েছে।
সাংবাদিকরা এ বিষয়ে ভ্যানচালক মোহিত জিজ্ঞাসা করলে ভ্যানচালক জানান, কারা দিয়েছে সঠিকভাবে বলতে পারবো না, তবে তারা নিজেদেরকে দাদার অনুগামী হিসেবে পরিচয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *