মিলের আটা খেয়ে জঙ্গলে ফিরল  দাঁতাল 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ জুন: আটা মিলের দরজা ভেঙ্গে পেট পুরে আটা খাওয়ার পর জঙ্গলে ফিরল রামলাল। ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিতে রাজু মাহাতোর একটি আটা মিল রয়েছে। কলাবনির জঙ্গলে প্রায় এক বছর ধরে ঘুরে বেড়ানো রামলাল নামের হাতিটি মাঝেমধ্যেই খাবারের সন্ধানে ওই আটা মিলে হানা দেয়। দীর্ঘদিন এলাকার লোকালয়ের পাশাপাশি ঘুরে বেড়ানোর কারণে স্থানীয় বাসিন্দারা তার নাম দিয়েছেন রামলাল। আজ সকালেও খাবারের খোঁজে রাজুর আটা মিলে গিয়ে দরজা ভেঙ্গে তিন বস্তা আটা সাবাড় করে সে। সাত সকালে গ্রামে রামলালের হানা দেখে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে তাকে তাড়া করে কলাবনি জঙ্গলে ফিরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেসিডেন্সিয়াল এই হাতিটি মাস ছয়েক আগে কলাবনির জঙ্গলে পাঁচ নম্বর  রাজ্য সড়কের উপর একটি ধান বোঝাই লরি থামিয়ে কয়েক বস্তা ধান খেয়েছিল। তারপর এই চৌদ্দ দিন আগে রামলাল একই জায়গায় একটি ভ্যান আটকে খাবারের সন্ধান চালায়। খাবার না পেয়ে গাড়িটিকে উল্টে দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাঁশ লাঠি নিয়ে তাড়া করলে জঙ্গলের মধ্যে ফিরে যায় রামলাল। আজ সকালে গ্রামবাসীদের সঙ্গে  নিয়ে বনকর্মীরা হাতিটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়েছে বলে ঝাড়গ্রামের  বিভাগীয় বন অধিকারিক বাসবরাজ হোলেইচি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *