জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ আগস্ট:
জঙ্গল থেকে লোকালয়ে বেড়িয়ে লরি আটকে তাতে তল্লাশি চালানোর পর খাবার না পেয়ে রাস্তার ধারে উল্টে দিল দলছুট একটি হাতি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিনপুর থানা এলাকার কদমাসোল গ্রামের রাস্তায়। স্থানীয় শিরশি গ্রামের এক যুবক লরিটি চালিয়ে বিনপুর আসছিল। সেই সময় কদমাশোল জঙ্গল থেকে দলছুট ওই হাতিটি বেরিয়ে পথ আটকায়। সামনে হাতিটিকে দেখে চালক এবং খালাসি গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর খাবারের সন্ধানে গাড়িতে তল্লাশি চালায় দাঁতালটি। কিন্তু কোনো খাবার না থাকায় গাড়িটিতে ভাঙ্গচুর চালিয়ে রাস্তার ধারে ঠেলে উল্টিয়ে দেয়।
ঝাড়গ্রাম বনবিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই একটি দলছুট দাঁতাল কদমাশোল এলাকায় উপদ্রব চালাচ্ছিল। এই ঘটনার পর বন বিভাগের কর্মীরা হাতিটিকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে। জানাগেছে, এই হাতিটিই কয়েক মাস আগে ঝাড়গ্রাম-লোধাসুলি রাজ্য সড়কের ওপর পরপর দুবার লরি আটকে ধান চাল খেয়েছে।