Elephant, Shalboni, শালবনীতে গ্রামবাসীদের চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার হস্তি শাবক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: শালবনীতে গ্রামবাসীদের চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার হলো হস্তি শাবক। রাতে মা-র দলের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ছোট্ট হাতির বাচ্চা৷ সেই সময় অসাবধানতা বশত পড়ে যায় বাঁশবাগানে পাতায় ঢাকা কুয়োতে৷ তারপরেই মা ও হাতি ছানা সকলের চিৎকারে রাতে আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গ্রামে৷

এরপর গ্রামবাসীরা দেখতে পায় কুয়োতে পড়ে যাওয়া হস্তি শাবকটিকে। এরপর বনদফতর ও গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টায় গভীর রাতে কুয়ো থেকে হস্তি শাবকটি উদ্ধার করা হয়৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর পিড়রাকুলি এলাকায়৷

স্থানীয় বনকর্তারা জানিয়েছেন, শালবনীর পিড়রাকুলি সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরেই ৬টি হাতি ঘোরাফেরা করছিল৷ হাতির দলে একটি বাচ্চা ছিল৷ সেই বাচ্চাটি মা’র সঙ্গে ঘুরতে বেরিয়ে সোমবার রাত দশটা নাগাদ গ্রামের পাশে একটি বাঁশ বাগানের ভেতরে পাতায় ঢাকা কুয়োতে পড়ে যায়৷

রাতেই বনকর্মীরা খবর পেয়ে সেখানে হাজির হয়৷ কুয়োর পরিস্থিতি দেখে সেখানে জেসিবি নিয়ে যাওয়া হয়৷ প্রথমে হাতির দল আক্রমণ করতে পারে এমন মনে করে হুলা পার্টি রাখতে হয়৷ আলো জ্বালাতে হয়৷ কিন্তু হাতির পাল সেভাবে আক্রমনাত্মক ছিল না৷ কোনভাবে হাতির দল হয়তো বুঝতে পেরেছিল যে গ্রামবাসীরা তাদের সহযোগীতা করছে৷ হস্তিশাবকটিকে উদ্ধার করার পর শাবককে নিয়ে জঙ্গলে ফেরত যায় মা হাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *