জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: এবার পথ আটকে বাজার ফেরত এক গ্রামবাসীর কাছ থেকে সবজির ব্যাগ ছিনিয়ে ব্যাগে থাকা সমস্ত সবজি নিমেষে সাবাড় করল একটি দলছুট দাঁতাল। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শালবনী ব্লকের তিলাঘাগরি জঙ্গল লাগোয়া রাস্তায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে বাজার সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল এক গ্রামবাসী। হঠাত্ই জঙ্গল থেকে রাস্তায় বেড়িয়ে এসে ঐ ব্যক্তির পথ আটকায় একটি দাঁতাল হাতি। সামনে হাতি দেখেই মোটর সাইকেল ফেলে ছুট দেয় ঐ ব্যক্তি। আর এরপরই দাঁতাল হাতি মোটর সাইকেলে থাকা ব্যাগের সমস্ত সবজি সাবাড় করে।