আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ এপ্রিল: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটকে এককথায় মানুষ চিনতো কোলাঘাট থার্মল পাওয়ারের জন্য। আর থার্মল পাওয়ার বোঝাতে এতদিন ৬টি চিমনিকেই ল্যান্ডমার্ক হিসেবে চিনতো সবাই।
তবে আজ দুপুরের পর সেই ইতিহাসের পরিবর্তন ঘটে। কারন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ দুটি চিমনি ভেঙ্গে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়।এখন থেকে ৬টির বদলে ৪টি চিমনি থাকবে কোলাঘাট থার্মল পাওয়ারে।
রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ১৯৮৪ সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বেশ কয়েকটি গ্রাম নিয়ে গড়ে ওঠে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র (KTPP)। ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে (১৯৮০-৮৫) প্রতিষ্ঠিত হয়েছিল। যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন মাত্র একটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে ১৯৮৫ সালে, যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিটের চিমনিগুলি আজ ভেঙ্গে ফেলা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভাঙ্গা হয়। ৬টা চিমনির মধ্যে ২টো চিমনি ভেঙ্গে ফেলা হয়।