আমাদের ভারত, ১৫ জুন: “আদালতের কাছে নির্বাচন কমিশনার কান মোলা খাচ্ছে, আমাদের লজ্জা লাগছে, মুখ্যমন্ত্রীর লজ্জা লাগছে কিনা বলতে পারবো না।”
বৃহস্পতিবার বিকেলে সল্টলেকে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এখনও পর্যন্ত ভাঙড়ে হিংসা চলছে, পুলিশ নির্বিকার। চোপড়ায় একজনের জীবনহানি ঘটেছে। তিনজন হাসপাতালে ভর্তি, তার মধ্যে একজন আশঙ্কাজনক।
মৃত্যু দিয়ে নির্বাচন মনোনয়ন শুরু হয়েছিল, আজ মৃত্যু দিয়ে নির্বাচন মনোনয়ন শেষ হল। ভোটের দিন সংখ্যাটি কোথায় গিয়ে পৌঁছাবে আমি জানি না, এর উত্তর রাজ্য নির্বাচন কমিশনার দিতে পারবেন, কারণ তিনিও বুঝতে পারছেন না কোন কোন এলাকা সেনসেটিভ এলাকা। এখন জানা যাচ্ছে ভাঙড়ে সাংবাদিকদের পর্যন্ত গুলি ছোড়া হচ্ছে।”