“আমাদের সংঘের একটা গোষ্ঠী আমার বদনাম করতে মিথ্যা প্রচার করছে, তাদের হাতে আমি খুন হয়ে যেতে পারি,” বললেন বিভাস চন্দ্র অধিকারী

আশিস মণ্ডল, আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: আমার বিরুদ্ধে দুর্নীতি নেই বলেই ক্লিনচিট দিয়েছে ইডি। কিন্তু আমাদের সংঘের একটা গোষ্ঠী আমার বদনাম করতে মিথ্যা প্রচার করছে। তাদের হাতে আমি খুন হয়ে যেতে পারি। আমি আইনের দ্বারস্থ হব”।

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শনিবার এমনই মন্তব্য করলেন বিভাস চন্দ্র অধিকারী। এদিন ছিল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম আবির্ভাব মহা মহোৎসব। এই উপলক্ষ্যে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নব-হিমাইতপুর গ্রামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সর্বধর্ম এই শোভাযাত্রায় সহস্রাধিক মহিলা অংশগ্রহণ করেন। বেলার দিকে মন্দিরে শুরু হয় পুজো পাঠ এবং যজ্ঞ। দুদিনের অনুষ্ঠানে কীর্তন, বাউল গানের পাশাপাশি থাকছে ধর্মীয় আলোচনা।

মন্দিরের কর্ণধার বিভাস চন্দ্র অধিকারী বলেন, “প্রতিবছর আমরা ঠাকুরের আবির্ভাব তিথি পালন করে আসছি শ্রদ্ধার সঙ্গে। দুদিনের অনুষ্ঠানে সমস্ত ধর্ম নিয়ে আলোচনা হবে। এছাড়া বহিরাগত শিল্পী দ্বারা সঙ্গীত পরিবেশন করা হবে। দুদিন ধরে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে। লক্ষাধিক ভক্ত দু’বেলা ঠাকুরের প্রসাদ পাবেন। শুধু বীরভূম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আশ্রমে চলে এসেছেন”।

এদিকে শিক্ষক দুর্নীতি প্রসঙ্গে নাম জড়ানো বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ইডি আমার কলকাতার ফ্ল্যাট সিল করে দিয়েছিল। কিন্তু আমাকে জেরা করে এবং সব দিক দেখে ক্লিনচিট দিয়েছে। তারাই আমার ফ্ল্যাটের চাবি খুলে দিয়েছে”।

বিভাসবাবুর দাবি, আমাদের সংঘের জেলা সম্পাদক অনিল চক্রবর্তী উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কারণ আমি চন্দ্রপুর থানার হরিপুর গ্রামে ঠাকুরের নামে মেডিক্যাল কলেজ করছি। অনিলবাবু ব্যর্থ হয়েই মিথ্যাচার করছে। আমি আইনের দ্বারস্থ হব”।

নিজেকে নির্দোষ বলে দাবি করে বিভাস চন্দ্র অধিকারী বলেন, “আমি ঠাকুরের ভজন করি। আমার নিজের বলতে কিছু নেই। যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে জেল খাটতে প্রস্তুত। মনে রাখবেন আমি ঠাকুরের ভজনা করি বলেই দুর্ঘটনার পরেই বেঁচে রয়েছি”।

যদিও অনিল চক্রবর্তী বলেন, “আমি খুন করার জন্য জন্মাইনি। ওসব মিথ্যা কথা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *