রাজেন রায়, কলকাতা, ১১ সেপ্টেম্বর: উদ্বোধনের পরপরই করোনার কারণে বন্ধ হয়ে গেলেও ফের কলকাতা শহরে উত্তর-দক্ষিণের সঙ্গে মেট্রো চালু হচ্ছে পূর্ব-পশ্চিমের পথেও। আগামী সোমবার থেকেই কলকাতার মেট্রো রেলের দুই শাখাতেই চালু হয়ে যাচ্ছে পরিষেবা। নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে যেমন মেট্রো পরিষেবা চালু হচ্ছে তেমনি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যেও চালু হয়ে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, যাত্রীদের টিকিট হিসাবে দুটি ক্ষেত্রেই থাকছে না টোকেন। আর ইস্ট ওয়েস্ট মেট্রোতে কোনও ই-পাস লাগবে না। লাগবে শুধু স্মার্ট কার্ড। কিন্তু নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে মেট্রোতে ই-পাস লাগবেই।
মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানিয়েছেন, ‘১৪ সেপ্টেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও চালু হবে। সকাল ৮টা থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে ট্রেন চালু হবে সেক্টর ফাইভ থেকে। শেষ মেট্রো ছাড়বে সল্টলেক স্টেডিয়াম থেকে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরে। সারাদিনে চলবে ৭২টি ট্রেন। ৩৬টি ডাউন, ৩৬টি আপ। ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে মিলবে ট্রেন। পরিস্থিতি বুঝে যাত্রী সংখ্যা বাড়লে পরে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
অন্যদিকে উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবায় সোমবার থেকে প্রতিদিন আপাতত ১১০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ত সময়ে ১০মিনিট ছাড়া মেট্রো চলবে। তবে রবিবার পরিষেবা বন্ধ থাকবে। পরিস্থিতি বুঝে যাত্রী সংখ্যা কখন বেশি থাকছে, কখন কম থাকছে সেটা দেখে নিয়ে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবা হবে।