জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ নভেম্বর: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হয়েছে এক মারুতি ভ্যান চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানা এলাকার কুড়াজুড়ি জঙ্গলে। মৃত মারুতি চালকের নাম ভোম্বল আশ (৪০)। তার বাড়ি গোয়ালতোড় থানার কেওয়া কোল গ্রামে।
পুলিশ সূত্রে জানাগেছে, মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতিকে দেখতে ভোম্বল মারুতিতে করে মঙ্গলবার সকালে গোয়ালতোড় থেকে প্রসূতির আত্মীয়-পরিজনদের নিয়ে গিয়েছিলেন। ফেরার সময় সে মদ্যপান করে বলে অভিযোগ। এরপর গোয়ালতোড়ে ফেরার সময় পিড়াকাটা থেকে ১০ কিলোমিটার দূরে কুড়াজুড়ির জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে। গাছে ধাক্কা মারায় গাড়ির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ মারুতির ভেতরে আটকে পড়া চালকের মৃতদেহ উদ্ধার করে এবং অন্য আহত যাত্রীদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।