স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি: লরির পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত পিকআপ ভ্যানের চালক। আহত পিকআপ ভ্যানের খালাসি। ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের চোপড়ার তুতবাগান এলাকায়। আহত খালাসিকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন চোপড়ার তুতবাগান এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোড়ে ধাক্কা মারে। শিলিগুড়িগামী পিকআপ ভ্যান লরিটির পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালক গৌতম দাসের মৃত্যু হয়। সেই সময় পিকআপ ভ্যানের খালাসি গাড়িতে আটকে পড়ে। ইসলামপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আটকে পড়া খালাসিকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।