রানীনগরে তৃণমূল নেতার গাড়িতে বোমাবাজির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল চালকের

আমাদের ভারত, বহরমপুর, ১৬ আগস্ট: মুর্শিদাবাদ জেলার রানীনগরে তৃণমূল কংগ্রেস নেতা তথা রানীনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের উপর হামলার ঘটনায় প্রাণ হারালেন তাঁর গাড়ির চালক। নাম আব্দুস সাত্তার, বয়স মাত্র ৩১।

রবিবার সন্ধেয় রানিনগরের কার্তিকের পাড়ার কাছে শাহ আলম সরকারের গাড়িতে বোমাবাজি হয়। বোমার আঘাতে গুরুতর জখম হন গাড়ির চালক। প্রথমে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পৌঁছানোর পরে মৃত্যু হয় গাড়ি চালকের।

জানাগেছে, প্রায় ৬ বছর ধরে ওই তৃণমূল নেতার গাড়ি চালাতেন সাত্তার। রবিবার সন্ধেয় রানীনগরে হামলায় বোমা মারা হয় গাড়ির সামনের দিকে। ওই তৃণমূল নেতার নিরাপত্তারক্ষী ও তার সহযোগীও আহত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই রাণীনগর থানায় পৌঁছান রানিনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌমিক হোসেন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা থানার সামনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতেই বিক্ষোভ দেখান। রানিনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শাহ আলম সরকার রানীনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *