জে মাহাতো, মেদিনীপুর, ১৯ নভেম্বর:
রেল লাইনের পাশে পথর ফেলার সময় ট্রাক্টর উলটে চালকের মৃত্যু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর – আদ্রা রেল বিভাগের ভাদুতলা স্টেশনের কাছেl মৃতের নাম সাগর দাস, বয়স (পঁয়ত্রিশ) বলে স্থানীয় সূত্রে জানা গেছে l
পুলিশ জানিয়েছে, রেল লাইনের ধারে ট্রাক্টরে করে পাথর ফেলার কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সহ চালক খাদে পড়ে যায়l ঘটনাস্থলেই চাপা পড়ে মৃত্যু হয়েছে চালকেরl শালবনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেl