স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ অক্টোবর: ঘরের দরজা ভেঙ্গে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম সুমন বসাক। বয়স আনুমানিক ৩৯ বছর। ঘটনাটি ঘটে শান্তিপুর থানার ফুলিয়া মাঠপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে দুর্গন্ধ বের হতে থাকে ওই ব্যক্তির বাড়ি থেকে। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। মৃত ব্যক্তি ওই ঘরে একাই থাকতেন বলে জানা যায়।
সুমনের মা-বাবা তারাও মানসিক ভারসাম্যহীন বলে জানা যায় পুলিশ ও স্থানীয় সূত্রে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।