সকলে নিয়ম মানছে কি না, রাতে ঘুরে দেখলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ অক্টোবর: মন্ডপে মন্ডপে পুজো দেখতে দর্শনার্থীরা মাস্ক পড়েছেন কিনা, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখছেন কিনা তা খতিয়ে দেখতে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরের রাজপথ পরিদর্শন করলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ প্রশাসনিক আধিকারিকরা। মহাঅষ্টমীর রাতে রায়গঞ্জ শহর পরিদর্শন করেন তাঁরা।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০০টি দূর্গাপূজা হয়েছে। এরমধ্যে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো রয়েছে। যেখানে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে। দর্শনার্থীরা পুজো দেখতে বেড়িয়ে মুখে মাস্ক পড়েছেন কিনা এবং যতটা সম্ভব ভীড় এড়িয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে চলছেন কিনা তা খতিয়ে দেখতে শনিবার মহা অষ্টমীর রাতে রায়গঞ্জ শহরের রাজপথে পরিদর্শনে বের হন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। সাথে ছিলেন রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ ও রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে নেতাজী সুভাষ রোড ও মহাত্মা গান্ধী রোড হয়ে বিদ্রোহী মোড় পর্যন্ত পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, সাধারন মানুষ করোনা আবহে সচেতনতার সাথেই পুজো দর্শন করছেন। সামাজিক দূরত্বও বজায় রেখেছেন। পুজো দেখাকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরের রাস্তায় তেমন ভীড় দেখা যায়নি বলে জানান আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *