শ্রমিকের অভাব, তাই কাস্তে হাতে জমিতে নেমে ধান কাটার বার্তা দিলেন বিজেপির জেলা সভাপতি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ নভেম্বর: কোনও কাজ ছোট নয়, কৃষক হল আমাদের অন্নদাতা। শ্রমিকের অভাবে সেই কৃষকের ধান মাঠেই পড়ে রয়েছে। এলাকার বিজেপি কর্মী ও কার্যকর্তাদের সাথে নিয়ে সেই ধান কাটলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

রায়গঞ্জের তাহেরপুর গ্রামে এক মহিলা কৃষকের ১০ বিঘা জমির ধান কাটা দিয়ে উত্তর দিনাজপুর জেলায় কৃষকদের মাঠের ধান ঘরে তোলার উদ্যোগ নিল জেলা বিজেপি। লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য জমির ধান কেটে কর্মীদের তাড়াতাড়ি নির্বাচনী কাজে যুক্ত করা। বিজেপির এই উদ্যোগে খুশী জেলার কৃষকরা।

উত্তর দিনাজপুর জেলার গ্রামগঞ্জের বেশিরভাগ যুবক ও শ্রমজীবী মানুষ পেটের তাগিদে রুজি রুটির টানে পাড়ি দিয়েছেন ভিনরাজ্য শ্রমিকের কাজে। এদিকে গ্রামে কৃষকের জমির ধান পেকে রয়েছে। ধান কেটে ঘরে তোলার শ্রমিক মিলছে না। কৃষকের এই সমস্যা সমাধানে এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলা বিজেপি সভাপতি জেলার বিজেপি কার্যকর্তা ও কর্মীদের গ্রামের কৃষকের মাঠের সোনার ফসল ঘরে তুলতে কৃষকের সাথে নিজেরাই কাস্তে হাতে নিয়ে জমিতে নামলেন। রায়গঞ্জের তাহেরপুর গ্রামে বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী নিজে কাস্তে হাতে নিয়ে কৃষকের জমির ধান কেটে তার ঘরে তুলে দেওয়ার কাজ শুরু করলেন।

বিশ্বজিৎবাবু জেলার সমস্ত বিজেপি কার্যকর্তাদের ধান কাটার বার্তা দেওয়ার পাশাপাশি বলেন, কোনও কাজই ছোট নয়। গ্রামগঞ্জের যুবক থেকে কর্মঠ মানুষ রুজি রুটির টানে রোজগারের জন্য ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছেন। কৃষক তাঁর জমির ধান কেটে ঘরে তোলার শ্রমিক পাচ্ছেন না। কৃষকদের সাহায্যার্থে বিজেপির কার্যকর্তাদের জেলায় কৃষকের ধান কাটার উদ্যোগ নিতে বলেছি। এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিজেপি কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদের প্রয়োজন। প্রয়োজন সাধারন মানুষের। তাই জমির ফসল তোলার কাজ করে দিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠের ফসল ধান নিজেরা কেটে দিয়ে কৃষকদের ঘরে তোলার বিজেপির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কৃষক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *