আমাদের ভারত, হাওড়া, ১৮ জুন: বুধবার দুপুরে কালিনগর পশ্চিম বাজারের রাস্তার প্রায় ৫০ মিটার জায়গা জুড়ে ধস নেমেছিল। কয়েক ফুট নীচে নেমে গিয়েছিল রাস্তা। একাধিক দোকানে ফাটল দেখা দিয়েছিল। আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। এরপর বুধবার সারারাত বৃষ্টিতে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। রাস্তা আরো নীচে নেমে যায়। দোকান হেলে পড়ে। আরও বেশ কয়েকটি দোকানে নতুন করে ফাটল দেখা দেয়। দুপুরেই ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক এবং সেচ দফতরের আধিকারিকরা। আর তারপর শুক্রবার কালিনগরের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করতে আসেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে সহ সেচ দফতরের আধিকারিকরা।
এদিন জেলাশাসক এলাকা পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সেচ দফতরের আধিকারিকদের সাথে কথা বলেন। পরে অজয় ভট্টাচার্য বলেন, ভাঙন রোধে কাজ শুরু করেছে সেচ দফতর। পরবর্তী পর্যায়ে এলাকার বিধায়কের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি চিন্তাভাবনা করা হবে।
অন্যদিকে, শুক্রবার সকাল থেকেই হেলে পড়া দোকান ভাঙ্গার কাজ শুরু করেছে সেচ দফতর। দফতর সূত্রে খবর দোকান ভাঙ্গার কাজ শেষ হয়ে গেলে ভাঙ্গান রোধে কাজ শুরু হবে।

