মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার দু’দিনের মধ্যেই পুরুলিয়ার জেলাশাসককে সরানো হল

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: সরানো হল পুরুলিয়ার জেলাশাসককে। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার দু’দিনের মধ্যেই বদলির চিঠি পেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। তাঁর স্থলাভিসিক্ত হলেন আইএএস রজত নন্দা। তিনি হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ছিলেন।

চলতি সপ্তাহের সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এই ঘটনার দুই দিন পরই তাঁকে বদলি করা হল। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং আসানসোল পুরনিগমের সিইও পদে বদলি করা হয়। আজই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তাঁর বদলি ও নতুন দায়িত্বের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *