চালু হল লোকাল ট্রেন, সকালেই মেচেদা স্টেশনে হাজির পূর্ব মেদিনীপুরের জেলাশাসক

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ নভেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় আজ থেকে চলছে লোকাল ট্রেন। পূর্ব মেদিনীপুর জেলার খড়গপুর শাখায় কোলাঘাট, মেচেদা, পাঁশকুড়া হয়ে খড়্গপুরের ও হাওড়ার দিকে যেমন শুরু হয়েছে ট্রেন চলাচল, তেমনি পাঁশকুড়া থেকে হলদিয়া এবং দিঘার দিকেও শুরু হয়েছে লোকাল ট্রেনের যাতায়াত। লোকাল ট্রেনের যাতায়াত নিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে মেচেদা রেল স্টেশনে সকালবেলায় হাজির হয়েছিলেন পুর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল এবং জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব। সঙ্গে ছিলেন একাধিক জেলা আধিকারিক।
ভোর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেনের চালাচল। সরকার ঘোষিত নীতি অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব এবং নিয়ম মেনেই শুরু হয়েছে যাতায়াত। স্টেশনে ঢোকার মুখেই মেচেদা এবং হলদিয়া সহ সমস্ত স্টেশনে যাত্রীদের থার্মাল চেকিং করা হচ্ছে। মাস্ক না থাকলে কাউকেই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে মাস্ক না থাকলে তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে। স্টেশনে ট্রেন ধরার জন্য নির্দিষ্ট দূরত্ব মেনে এবং ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোনোর জন্য নির্দিষ্ট দূরত্ব মেনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এই সমস্ত ব্যবস্থা দেখভালের জন্য অতিরিক্ত লোকও নিয়োগ করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বিভু গোয়েল এবং জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব সকাল থেকেই মেচেদা রেল স্টেশনে এসে উপস্থিত হন। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সহ সমস্ত দিক খতিয়ে দেখেন তারা। ঘুরে দেখেন টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম। লোকাল ট্রেনে করে আসা যাত্রীদের সাথে কথা বলতে দেখা যায় জেলাশাসককে।

মেচেদা রেল স্টেশনের প্লাটফর্মের টিকিট কাউন্টার ছাড়াও রেলস্টেশনের সামনে দোকান, স্টলগুলোতেও নজরদারি চালান জেলাশাসক এবং পুলিশ সুপার। দোকানদারদের জেলাশাসকের বার্তা মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে কোনও জিনিষ বিক্রি না করার।
রেল এবং প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন জেলা শাসক এবং যাত্রীদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন সমস্ত নিয়ম-নীতি মেনে চলার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *