আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর শহরে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। পতাকা উত্তোলন করেছেন জেলাশাসক রশ্মি কমল। করোনা আবহে চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্ষেপে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৪০জন করোনা যোদ্ধাকে জেলাশাসক শংসাপত্র দিয়ে সম্মানিত করেছেন।