মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রীর হাতে ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকার চেক দিলেন জেলাশাসক

pradipdas24@gmail স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ নভেম্বর: মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ টাকা ও সরকারি চাকুরি দেওয়ার পর উত্তর দিনাজপুর জেলায় মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রীর হাতে ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তুলে দিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলাশাসকের চেম্বারে প্রয়াত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়ের হাতে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণের টাকা পেয়ে খুশী অর্পিতা দেবী। ধন্যবাদ জানান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে। তাদের আন্দোলনের জেরে রাজ্য নির্বাচন কমিশন আড়াই বছর পর ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দেওয়ায় খুশী বলে জানিয়েছেন রাজকুমার রায় বিচার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের একটি বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেছিলেন করনদিঘীর রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। ভোট চলাকালীন বুথ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরদিন সকালে রায়গঞ্জ থানার বামুনগাঁ এলাকায় রেললাইনের ধারে রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়কে জেলাশাসকের দপ্তরে সরকারি চাকরি দেওয়া, পেনশন চালু করা এবং মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর আজ বৃহস্পতিবার রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের চেম্বারে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়কে দুর্ঘটনার দুমাসের মধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর আজ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল।

এদিকে তাদের দীর্ঘ লড়াই আন্দোলনের জেরে রাজকুমার রায়ের পরিবার রাজ্য নির্বাচন কমিশনের আর্থিক ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন বলে দাবি করেন “রাজকুমার রায় হত্যা বিচার মঞ্চ”। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য দাবি করেন, নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মী খুন হলে নির্বাচন কমিশনের মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা। এব্যাপারে আমরা হাইকোর্টে মামলাও করেছি। আমরা বাকি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *