আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ আগস্ট: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৮১জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলার অধিকাংশ ব্লক থেকেই করোনা আক্রান্তের হদিশ মিলতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। সব থেকে বেশি আক্রান্ত রঘুনাথগঞ্জ ১নং ব্লকে।
শনিবার মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৮১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ভিআরডিএল টেষ্টে ও র্যাপিড এন্টিজেন টেষ্টে পজেটিভ হয়েছেন অনেকেই। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮০৬জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ করোনা আক্রান্ত রোগী।
জেলার যে সমস্ত ব্লক থেকে করোনা আক্রান্ত খোঁজ পাওয়া গিয়েছে তা হল রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ১৬জন, রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ১জন, সুতি ২নং ব্লকের ৪জন, সুতি ১নং ব্লকের ৮জন, নবগ্রাম ব্লকের ৪জন, জঙ্গিপুর পৌরসভা এলাকার ১জন, সাগরদিঘী ব্লকের ১জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ৪জন, ভগবানগোলা ১ নং ব্লকের ৫জন, ভগবানগোলা ২নং ব্লকের ৩জন, লালগোলা ব্লকের ৪জন, রানীনগর ১নং ব্লকের ৫জন, হরিহরপাড়া ব্লকের ১২জন, বেলডাঙা পৌরসভা এলাকার ২জন, বেলডাঙা ২নং ব্লকের ৫জন, বহরমপুর পৌরসভা এলাকার ১জন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১জন, খড়গ্রাম ব্লকের ৩জন, কান্দি ব্লকের ১জন।
আক্রান্তদের অনেক জনকেই হোম আইসোলেশন রাখা হয়েছে এবং বহরমপুর মাতৃ সদনে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।

