জয় লাহা, দুর্গাপুর, ২ আগস্ট: লাইসেন্স পুনর্নবীকরণের নথি গরমিল। নোটিশ দেওয়ার পরও সময় মত প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় বাতিল হল লাইসেন্স। আর তার জেরে কাঁকসার বামুনাড়া সংলগ্ন ‘দি নেশন’ নামে এক বেসরকারি হাসপাতাল সিল করল পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার ঘটনাকে ঘিরে বিস্তর শোরগোল পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলজুড়ে।
ঘটনায় জানা গেছে, কাঁকসার বামুনাড়ায় রয়েছে ‘দি নেশন’ নামে ওই বেসরকারি হাসপাতালটি। গত বছরখানেক ধরে হাসপাতালে নানান কাজকর্মের একাধিক অভিযোগ উঠে এসেছে। কখনও লাগামছাড়া বিলের বহর আবার কখন অমানবিকভাবে মৃতদেহ আটকে রাখার অভিযোগ। এবার বিতর্ক শুরু হল হাসপাতালে কে মালিক আর কে ভাড়াটিয়া তাই নিয়ে। গত ২৫ মে হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপর পুনর্নবীকরণের জন্য নথি দিয়ে জেলা স্বাস্থ্য দফতরে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও গরমিল।

পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানান, “পুনর্নবীকরণের নথিতে কে মালিক আর কে ভাড়াটিয়া স্পষ্ট করা নেই। তাই বাতিল করা হয়েছে। নোটিশ দিয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। গত ২১ জুলাই থেকে ৩১ জুলাই মধ্য রাত্রি পর্যন্ত হাসপাতালের লাইসেন্সের শেষ সময় সীমা ছিল। সোমবার তাই হাসপাতলটি সিল করা হয়।”
প্রয়োজনীয় নথি সময়সীমার মধ্যে জমা না দেওয়ায় সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে হাসপাতালটি সিল করা হয়। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল। যদিও এদিন কোনো রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল না। তবে হাসপাতালের কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতালের কর্মীরা কর্মহীন হয়ে পড়ে।
পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানান, “কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি জমা দিলে, হাসপাতাল পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হবে।”

