সাথী দাস, পুরুলিয়া, ১৮ ডিসেম্বর: আর কয়েকদিন পরেই দুয়ারে সরকার কর্মসূচি। তার আগে মানুষকে সচেতন করতে এবং প্রচারে শনিবার পুঞ্চায় জেলাশাসক। প্রাক দুয়ারে সরকার শিবিরে শবর পরিবারগুলিকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ১০০ দিনের কাজ ইত্যাদি বিষয়ে সচেতন করা হল এবং তাদের নথিপত্র পরীক্ষা করে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এসে যাতে তারা আবেদন জমা করেন সেই বিষয়ে উৎসাহ দেন জেলাশাসক রাহুল মজুমদার। সঙ্গে ছিলেন মহকুমাশাসক, বিডিও এবং অন্যান্য আধিকারিকরা।
এদিন বাড়ি বাড়ি সমীক্ষায় যে সকল গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিহ্নিত করা হয়েছে, তাদের মায়েদের হাতে কলাগাছের চারা তুলে দিলেন জেলাশাসক। পরে কেতকী গ্রামে শবর শিক্ষা কেন্দ্রের সূচনা করলেন জেলাশাসক রাহুল মজুমদার। শবরদের শিক্ষার আলোয় আলোকিত করে তোলার দায়িত্ব নিল বান্দোয়ান ব্লক প্রশাসন এবং ওই এলাকার ২ জন শিক্ষিত শবর যুবক।