আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ ফেব্রুয়ারি: বিজেপির পরিবর্তনের রথযাত্রা ভালোভাবে সম্পন্ন হওয়ায় খুশি মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি। রবিবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা এলাকায় পরিবর্তনের রথযাত্রা ভালোভাবে সম্পন্ন হয়েছে তার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ পাশাপাশি জেলা সভাপতি জানিয়েছেন, এই রথযাত্রার মধ্যে দিয়ে পরিস্কার যে, এই জেলাতেও মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চেয়ে বিজেপির প্রতি আগ্রহ বাড়াচ্ছে৷ এই জেলাতেও বিজেপির জয় হবে৷
গতকাল রাতে জেলার রথযাত্রা সম্পূর্ণ করে নদীয়া জেলার করিমপুরে রথ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি গৌরী বাবু আরও বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে, মানুষের জন্য কাজ করা হবে, রেলব্রিজ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।