লকডাউনে পুরুলিয়ায় আটকে পড়া অসমের পণ্য ব্যবসায়ীদের বাড়ি পাঠাল জেলা প্রশাসন

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৪ মে: লকডাউনে পুরুলিয়া জেলায় আটকে পড়া অসম ও কোচবিহার সহ উত্তর বঙ্গের ৭৫ জন বাসিন্দাকে বাড়ি পাঠাল পুরুলিয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার পুরুলিয়া বাসস্ট্যান্ডে একটি শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবাই সুস্থ রয়েছেন বলে জানান শিবিরে থাকা চিকিৎসকরা। বাসে উঠার সঙ্গে সঙ্গে প্রত‍্যেককে শুকনো খাবার ও পানীয় জল দেওয়া হয়। ব্যবস্থাপনার তদারকিতে থাকা পুরুলিয়া পুরসভার উপ পুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল বলেন,’আমরা চাই বাড়ির ছেলেরা বাড়িতে সুষ্ঠ ভাবে পৌঁছান। তাঁরা সুস্থ থাকুন।’

জানা গিয়েছে, এইসব যুবকরা পুরুলিয়ার বিভিন্ন এলাকায় পণ্য বিতরণের কাজ করতেন। লকডাউনের কারণে আটকে পড়েছিলেন তাঁরা। উদ্বেগের সঙ্গে বাড়ি ফেরার জন‍্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তাঁদের সেই আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সহযোগিতা করে পুরুলিয়া পুরসভা। প্রশাসনের আন্তরিক ব্যবস্থাপনায় খুশি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ওই শ্রমজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *