Bishnupur, EVM, বিষ্ণুপুরে স্ট্রং রুম থেকে ইভিএম সরানোর সন্দেহ অমূলক ও ভিত্তিহীন: জেলা প্রশাসন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মে: বিষ্ণুপুরের কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম থেকে ইভিএম সরানোর সন্দেহ সম্পূর্ণ ভিত্তিহীন বলে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ইভিএম সরানো নিয়ে সন্দেহ প্রকাশ করে একটি ভিডিও প্রকাশ করেন।বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। আজ জেলা শাসক সিয়াদ এন এক্স হ্যান্ডেলে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গত ২৫ মে জেলার দুটি আসন যথাক্রমে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা আসনে ভোট গ্রহণ। এর পর বাঁকুড়া লোকসভা আসনের সমস্ত ইভিএম বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ও বিষ্ণুপুরের সমস্ত ইভিএম কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুমে রক্ষিত আছে।কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এই দুই স্ট্রং রুমে। গত মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একটি ভিডিও সমাজিক মাধ্যমে প্রচার করে জানান, বিষ্ণুপুরে কেজি কলেজের স্ট্রং রুমে ইভিএম সরিয়ে দেওয়ায় একটা পরিকল্পনা চলছে বলে সন্দেহ দেখা দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ওখানে কয়েকজন সরকারি আধিকিরিক ও পুলিশের আধিকারিক হাজির কেন?

তার এই অভিযোগ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা প্রশাসন এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। এই ঘটনার পর জেলা শাসক স্বয়ং পুলিশ সুপার সহ পদস্থ আধিকিরিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা শাসক জানিয়েছেন, স্ট্রং রুম নিয়ে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় বাহিনীর ও রাজ্য পুলিশের দু’দফা বেষ্টনীতে ঘেরা রয়েছে স্ট্রং রুম। সেখানে সিসি ক্যামেরাও রয়েছে। এছাড়াও নিয়মিত ভাবে পদস্থ আধিকিরিকরা দেখভাল করছেন। এরকম ভিত্তিহীন অভিযোগে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। অভিযোগ ওঠার পরেই জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি ও প্রার্থীরা উপস্থিত থেকে স্ট্রং রুম সুরক্ষিত রয়েছে বলে লিখিত স্বাক্ষর করেন।

যদিও এ বিষয়ে সৌমিত্র খাঁর কোনও মন্তব্য পাওয়া
যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *