স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি: আগামীকাল রবিবার সকাল থেকেই শুরু হবে রাজ্যের ১০৮ টি পুরসভার সাথে উত্তর দিনাজপুর জেলার ৩ টি পুরসভা ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ পুরসভার ভোটগ্রহণ। ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিন পুরসভার ডিসিআরসি পয়েন্ট থেকে ভোট কর্মীরা রওনা হয়েছেন বুথের উদ্দেশ্যে। প্রতিটি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা সহ ড্রোনের সাহায্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ এই তিনটি পুরসভার ভোটার সংখ্যা, প্রার্থী সংখ্যা এবং মোট বুথের সংখ্যা।
ইসলামপুর পুরসভাঃ-
ইসলামপুর পুরসভার ১৭ টি ওয়ার্ডের মোট ভোটার ৪৪২০২ জন, যারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২২২৫৭ জন, মহিলা ভোটারের সংখ্যা ২১৯৪৪ জন। ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন। মোট ৫৩ টি বুথে ভোট গ্রহণ চলবে। মোট প্রার্থীর সংখ্যা ৬৩ জন।
ডালখোলা পুরসভাঃ-
ডালখোলা পুরসভার ১৬ টি ওয়ার্ডের মোট ভোটার ২৯৪৯৩ জন, যারমধ্যে পুরুষ ভোটার ১৫১৬৫ জন এবং মহিলা ভোটার ১৪৩২৩ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন। মোট ৩৭ টি বুথে ভোট গ্রহণ চলবে। মোট প্রার্থীর সংখ্যা ৫৫ জন।
কালিয়াগঞ্জ পুরসভাঃ-
কালিয়াগঞ্জ পুরসভার ১৭ টি ওয়ার্ডের মোট ভোটার ৪৪৩০৩ জন, যারমধ্যে পুরুষ ভোটার ২১৯১৬ জন এবং মহিলা ভোটার ২২৩৭৬ জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১ জন। মোট ৫৬ টি বুথে ভোট গ্রহণ চলবে। মোট প্রার্থীর সংখ্যা ৬৮ জন।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ডালখোলা এবং কালিয়াগঞ্জ এই তিনটি পুরসভার ভোটে ১৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাররা আগামীকাল সকাল সাতটা থেকে ভোটদান করবেন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ ভাবে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।