মাটির সৃষ্টি প্রকল্পের হাত ধরে রুক্ষ পুরুলিয়ায় সবুজ বিপ্লব আনছে জেলা প্রশাসন

সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: রুক্ষ শুষ্ক খরা প্রবণ জেলায় সবুজ বিপ্লব আনার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের হাত ধরেই এই উদ্যোগ বলে জানালেন জেলাশাসক রাহুল মজুমদার। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের সাহায্যে চাটান, টিলা, পাথুরে অনাবাদি জমিতে কর্ষণ শক্তি বাড়িয়ে কৃষি ছাড়াও উপযোগী প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য চাষ, উদ্যানপালন করা হচ্ছে জেলার বিভিন্ন ব্লকে। কাজের সুযোগ জেলার বিভিন্ন বেকার ও যুব সমাজ দিশা খুঁজে পেয়েছেন। এই দাবি জেলা প্রশাসনের।

আজ পুরুলিয়া জেলাশাসক কার্যালয় সংলগ্ন সবজি বিপণন কেন্দ্রের একটি আউটলেটের উদ্বোধন হয়। জেলার প্রতিটি ব্লজেই এই ধরনের আউট লেট খোলা হবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। মাটির সৃষ্টি প্রকল্পের বাস্তবায়নের পর ওই আউট লেটে পাওয়া যাবে মাটির সৃষ্টির প্রকল্পের ফসল। যা কৃষক ও উপভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর সুফল পাবেন দুই জনই।

মাটির সৃষ্টি প্রকল্প কিভাবে বদলাচ্ছে পুরুলিয়ার চারপাশ তা বক্তব্যে স্পষ্ট করেন উদ্বোধক মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *