জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট:
খড়গপুর আইআইটিতে এপর্যন্ত ১২ জন করোনা আক্রান্ত হওয়ায় হোস্টেলে থেকে যাওয়া পড়ুয়াদের হোস্টেল খালি করতে বললেন প্রতিষ্ঠানের ডিরেক্টর। তাদের ২৩ আগস্টের মধ্যে বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছিলেন আইআইটি কর্তৃপক্ষ। কিন্তু ওইদিনই করোনা সংক্রমণের শিকার হন দুজন পড়ুয়া ও একজন স্বাস্থ্যকর্মী। এরপর বুধবার একসঙ্গে ছয় জনের এবং বৃহস্পতিবার দুজনের পজিটিভ রিপোর্ট জানিয়ে দেয় খড়গপুর মহকুমা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, খড়গপুর
আইআইটিতে এ পর্যন্ত আটজন পড়ুয়া সহ মোট ১২ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আইআইটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ৩০ আগস্টের মধ্যে হোস্টেল খালি করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়ার। আর এজন্যই উদ্যোগী হয়েছেন ডিরেক্টর বিকে তেওয়ারি।

