আমাদের ভারত, ১৩ সেপ্টেম্বর: বাঙালি হিন্দুর উপর বাঙালি মুসলমানের অমানুষিক নির্যাতন নিয়ে ফের তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শনিবার এক্সবার্তায় লিখেছেন, “পূর্ব পাকিস্তান ও বাংলাদেশে বাঙালি হিন্দুর উপর বাঙালি মুসলমান যে অমানুষিক নির্যাতন করেছে তা নিয়ে আমি অনেকদিন ধরে বলছি ও লিখছি। ইদানীং বিবেক অগ্নিহোত্রী ছবি করেছেন। এই বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গের চটিচাটা বেকারবাহিনী গালাগালি দিয়ে, চিৎকার করে আকাশ ফাটাচ্ছে। কিন্তু কেউ বলতে পারছে না যে আমরা যা বলছি তা সত্য নয়। শয়তানের সব চেয়ে বেশি ভয় সত্যকে!”