আমাদের ভারত, হাওড়া, ৩ জানুয়ারি: সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে মতুয়া সম্প্রদায়ের মানুষের মন জয় করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। সেইরকম রবিবার উলুবেড়িয়ায় এসে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন দুপুরে উলুবেড়িয়া পুরসভার ২৬ নং ওয়ার্ডের গঙ্গারামপুর ৩ নং কলোনীতে এসে মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সকলের মন জয় করে নিলেন কেশব প্রসাদ মৌর্য।
রবিবার সকালে একাধিক কার্যক্রমে অংশ নিতে উলুবেড়িয়ায় আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী। এদিন তিনি প্রথমে বাউড়িয়া ফোর্ট গ্লস্টারে চায়ে পে চর্চায় যোগ দেন। এই অনুষ্ঠানে ৩০০ তৃণমূল কর্মী কেশব প্রসাদ মৌর্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। পরে কেশব প্রসাদ মৌর্য রঘুদেবপুরে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মনসাতলায় কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাওয়া উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। পরে বেলা ১ টা নাগাদ তিনি পৌঁছন গঙ্গারামপুরে। এখানে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীকে ফুল বাদ্যযন্ত্র সহযোগে বরণ করে নেওয়া হয়। কেশব প্রসাদ মৌর্যকে সামনে পেয়ে মতুয়ারা জমির পাট্টা, পানীয় জল, পরিবেশ দূষণ সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। এখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে মতুয়াদের সমস্ত সমস্যার সমাধান করা হবে। এখান থেকে বেরিয়ে উপ মুখ্যমন্ত্রী ১৭ নং ওয়ার্ডে এক তফশীলি পরিবারে বাড়িতে মাটিতে বসে মাটির থালায় মধ্যাহ্ন ভোজন করেন। পরে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।
এদিন তিনি বলেন, রাজ্যে বিজেপির তুফান উঠেছে। চারিদিকে মোদী মোদী ভাজপা ভাজপা আওয়াজ উঠেছে। সুতরাং বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০ এর বেশী আসন নিয়ে বিজেপির আসা প্রায় নিশ্চিত। এদিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকীর জোট সম্পর্কে তিনি জানান, রাজ্যের ৬০ শতাংশ মানুষ বিজেপির পক্ষে সুতরাং এই জোটে বিজেপির কোনও ক্ষতি হবে না। এদিন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা।
এদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষের মন জয় করতে বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। তিনি বলেন, মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষরা সব জানেন। সুতরাং বিজেপি যতই মতুয়াদের নিয়ে রাজনীতি করুক না কেন ওনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন এবং থাকবেন।