টাকা ফেরতের দাবিতে সমিতির কর্ণধারদের বাড়িতে চড়াও আমানতকারীরা, নদিয়ার ধানতলায় ভেঙ্গে গুঁড়িয়ে দিল চারটি বাড়ির আসবাব

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মে: সময় উত্তীর্ণের পরেও মেলেনি জমানো টাকা। তাই টাকা ফেরতের দাবিতে সমিতির কর্ণধারদের বাড়িতে চড়াও হলেন আমানতকারীরা। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি বাড়ির আসবাবপত্র। চললো লুটপাট। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট ও ধানতলা থানা এলাকায়।

জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে যুব উপার্জন সমিতি গড়ে ওঠে। সমিতির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, অল্প সময়ে গচ্ছিত টাকার দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। সেইমতো রানাঘাট ধানতলা ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ ওই সমিতিতে টাকা রাখতে শুরু করেন। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে হঠাৎই ওই সমিতি বন্ধ হয়ে যায়। তখন থেকেই সমিতির কর্ণধার বেপাত্তা। আমানতকারীদের অভিযোগ, একাধিকবার জমানো আসল টাকা ফেরতের দাবি জানানো হলেও সমিতির পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। যে কারণে টাকা ফেরতের দাবিতে রবিবার রাতে রানাঘাট থানার কুঠির পাড়ার বাসিন্দা নিলু মল্লিক, বেলেপাড়ার জ্যোতির নারায়ণ মজুমদার, ধানতলা থানার শংকরপুরের শান্তিরঞ্জন সরকারের দুটি বাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। এছাড়াও একটি নার্সারিতে তান্ডব চালানো হয়।

বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *