Divyamataji, সন্ন্যাসিনী দিব্যমাতাজীর রামকৃষ্ণলোকে গমন

আমাদের ভারত, ২২ ডিসেম্বর: বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও বর্তমান সভাপতি সন্ন্যাসিনী দিব্যমাতাজী (৮৬) সোমবার সকালে রামকৃষ্ণলোকে গমন করেছেন।

বার্ধক্য জনিত অসুস্থতার কারণে সেবাপ্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। পূর্ব আশ্রমে তাঁর বাড়ি ছিলো মুর্শিদাবাদে। দর্শন নিয়ে এমএ’তে পাঠরত অবস্থায় রামকৃষ্ণ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেন। ব্রতী হন মানব সেবার কাজে। বেলগাছিয়ায় এই বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকর্মী ছিলেন দিব্যমাতাজী।

তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। প্রবন্ধ রচনায় তাঁর বিশেষ বুৎপত্তি ছিল। তাঁর হাতে তৈরী অগণিত ছাত্রী দেশ- বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছেন। গুনমুগ্ধদের মতে, তাঁর পরলোকগমনে সমাজ তথা বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় বরাহনগরে রতনবাবুর ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *