নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ জুলাই : সোমেন মিত্র চলে যাওয়া বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ। বৃহস্পতিবার ইকোপার্কে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অনেকদিন ধরেই সোমেন মিত্র অসুস্থ ছিলেন। তাঁর চলে যাওয়াটা খুব খারাপ লাগছে। সোমেনবাবুর পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। বাংলার রাজনীতিতে প্রদেশ কংগ্রেসের সভাপতির একটা অবদান ছিল। বাংলার রাজনীতির যে পরম্পরা ছিল তা সোমেনবাবু বাঁচিয়ে রেখেছিলেন। ওঁনার মৃত্যুতে বাংলার রাজনীতির অনেক ক্ষতি হবে বলে জানান দিলীপ ঘোষ।

উল্লেখ্য, সোমেন মিত্রর চলে যাওয়ার পরেই বাংলার রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে সমবেদনা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
এদিন সোমেন মিত্রকে বিধানসভায় শেষ শদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম সহ অনান্য বিধায়করা।

