পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করলো পিংলা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত এক নম্বর কুসুমদা অঞ্চলের দুজিপুর বাজারের পেছনে আজ সকালে একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়।
পিংলা থানার পুলিশ পৌঁছে পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।