আমাদের ভারত, ২৬ মে: পশ্চিমবঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা গ্রহণ করেছে, তার বিরোধিতা করল সারা বাংলা সেভ এডুকেশন কমিটি।
বৃহস্পতিবার কমিটির সম্পাদক তরুণকান্তি নস্কর এক বিবৃতিতে জানান, “রাজ্যের এই ঘোষণার আমরা তীব্র বিরোধিতা করছি। আচার্য পদটি সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত পদ এবং এতদিন সেই পদে রাজ্যপালের মত রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যুক্তিসঙ্গত ছিল না। আমরা বরাবরই তার বিরোধিতা করেছি। রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধকে ভিত্তি করে এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক যা বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিপন্থী। আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করছি।”
প্রসঙ্গত, রাজ্যপাল-নবান্ন সংঘাতে নয়া মোড়। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার নবান্নে জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। সেখানে এ বিষয়ে আলোচনা হয়।