রাজেন রায়, কলকাতা, ৩০ মে: শুক্রবার বিকেলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তথ্য বলছে, এখনও রাজ্যজুড়ে এক হাজারের বেশি কনটেন্টমেন্ট জোন রয়েছে। যেখানে সবরকম চলাচল নিষিদ্ধ। ফলে সব অফিস ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ কেন, ৫০ শতাংশ কর্মী নিয়েই করতে পারবে না। তার ওপর গণপরিবহণও সম্পূর্ণভাবে চালু হয়নি এবং কবে চালু হবে তারও কোনও নির্দিষ্ট হদিশ নেই। তাই নিজের ঘোষণাকে নিজেই বাতিল করে কয়েক ঘণ্টার মধ্যেই এবার টুইটারের মাধ্যমে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
With multiple crises in the state, we've decided to increase State Government workforce capacity from 50% to 70%. Continuation of restoration work is one of the top priorities & this workforce increase will ensure that public services are uninterrupted and unhindered. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেছিলেন, ৮ জুন থেকে সরকারি ও বেসরকারি সব অফিস ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে। কিন্তু শনিবার সকালে তিনি টুইটারে বলেন, ‘এতদিন সরকারি দফতর ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছে। এবার সেটা হবে ৭০ শতাংশ। ত্রাণ ও মেরামতের কাজ এখন সরকারের অগ্রাধিকার। মানুষকে যাতে নিরন্তর পরিষেবা দেওয়া যায় তা এই বর্ধিত সংখ্যার কর্মীরা সুনিশ্চিত করবে।’
In the Private sector, I urge all to stay safe, work indoors as much as possible & to the best of their abilities. Prerogative lies with the respective managements of private entities to decide on workforce capacity & act accordingly. (2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020
পাশাপাশি, বেসরকারি ক্ষেত্রে তিনি জানিয়েছেন, ‘আপনারা যতটা সম্ভব বাড়িতে বসেই কাজ করুন এবং নিরাপদে থাকুন। কোনও বেসরকারি সংস্থা তাদের কত জন কর্মীকে কাজে যোগ দিতে বলবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
The lockdown will continue with minimal effects. Jute Mills and Tea Gardens will operate with 100% workforce capacity.
We are together in this. I am sure with all your cooperation and understanding Bengal will emerge victoriously! (3/3)— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2020
তবে চা থেকে পাট শিল্পে ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করবেন। এবার থেকে লকডাউনে অনেক বেশি ছাড় দেওয়া হবে। আপনাদের সহযোগিতাতেই জিতবে বাংলা।’