আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ আগস্ট: গত শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত হিজল মাঠে দুই কিশোরের গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তানজারুল সেখ (১৪) ও মানজারুল সেখ (১৬)। বাড়ি বহরমপুর থানার অন্তর্গত সাটুই গ্রাম পঞ্চায়েতের কাঁঠালিয়া গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে দুজন মাছ ধরতে বাড়ি থেকে বের হয়, কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেননি। দুইদিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে ন্দীর অপর পড়ে কাঁঠালিয়া হিজল মাঠ এলাকা থেকে গলা কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

