সাথী দাস, পুরুলিয়া, ২৭ মে: সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও মহিলা পুলিশের ‘উইনার্স’ বাহিনী আত্মপ্রকাশ করল। সবুজ রঙের পতাকা নাড়িয়ে আজ আনুষ্ঠানিকভাবে এই কর্মযজ্ঞের সূচনা করলেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরগণ। সুসজ্জিত পোশাক হেলমেট পরে নতুন স্কুটি তুলে দেওয়া হয় বাহিনীর প্রতিটি সদস্যাকে।
মূলত সন্ধ্যা ও রাতের পথে মহিলাদের নিরাপত্তার জন্যই এই বাহিনীর সৃষ্টি। বাছাই করা মহিলা পুলিশ কর্মীদের নিয়ে এই বাহিনী গড়ে তোলা হয়। রাজ্যে ২০১৮ সালের ১১ জুলাই আত্মপ্রকাশ ঘটে এই বাহিনীর। মূলত সন্ধ্যা ও রাতের পথে মহিলাদের নিরাপত্তার জন্যই এই বাহিনীর সৃষ্টি। বাছাই করা মহিলা পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। স্কুটির সওয়ার এই বাহিনী মার্শাল আর্টের পাশাপাশি আধুনিক সব আগ্নেয়াস্ত্র ব্যবহারেও সিদ্ধহস্ত করে বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুরুলিয়ায় এই মুহূর্তে বাহিনীতে রয়েছেন ১২ জন। পরবর্তীকালে মোট ২০ জনকে ওই বাহিনীতে যুক্ত করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।