সাথী দাস, পুরুলিয়া, ৯ নভেম্বর: পূজোর মরসুমের মধ্যেই পুরুলিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু বেড়েই চলেছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫৫৭ জন রয়েছেন। ওই তথ্যে ফের এক জনের মৃত্যুর উল্লেখ করা হয়েছে।
পুরুলিয়া জেলায় করোনা আবহে ট্রেন চলাচল না হলেও অন্যান্য যান বাহন যাত্রীদের ভিড় বেড়েছে। শপিং মল, বাজার, হাট, রেস্তোরাঁ, হোটেলে যথেষ্ট ভিড় দেখা গেছে। উল্লেখ করার বিষয় হলো সাধারণ মানুষের মধ্যে একটা ঢিলেমি ভাব দেখা দিয়েছে। কিছু সংখ্যক মানুষ বিধি মেনে চলাফেরা করছেন। পথচলতি অনেক মানুষেরই মুখে মাস্ক দেখা যাচ্ছে না। সংক্রমণের হার দ্রুত হারে না বাড়ার জন্য এই শিথিলতা বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের প্রশাসনিক আধিকারিক, সরকারি কর্মী, পুলিশ, চিকিৎসক, সেবিকা, বাদ নেই কেউ। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষও। পুরুলিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে বলে প্রশাসনের অনুমান। পুরুলিয়া জেলা জুড়ে লালা রস নমুনা সংগ্রহের হার বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছে প্রশাসন। রবিবার জেলায় ১২৮০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় কনটেইনমেন্ট জোন ৭ টি বেড়ে মোট দাঁড়াল ২৮১ টি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৫৫২৭ জন আক্রান্তের মধ্যে ৪৯৩৮ জন করোনা মুক্ত হয়ে গেছেন । সুস্থতার হার দাঁড়াল শতকরা ৮৯.৩৪ শতাংশ।

