আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ফেব্রুয়ারি: কাটা গাছ চাপা পড়ে শিশু পুত্রর মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ এলাকার মানুষের। এই মর্মান্তিক ঘটনা বসিরহাট মহাকুমার মিনাখা থানার বামুনপুকুর এলাকার। বামুনপুকুর হাই স্কুলের যাওয়ার পথে রাস্তার ধারে পূর্ত দপ্তরের অধীনে সরকারি ইউক্যালিপটাস গাছ সারি সারি লাগানো হয়েছিল। জেসিপি দিয়ে রাস্তা সংস্কারের জন্য সেই গাছ কাটা হচ্ছিল।
আজ সকালেও স্কুলের মাঠের চারপাশে যে গাছ ছিল তা কাটা হচ্ছিল। মাঠে কয়েকটি শিশু খেলা করছিল। সেই সময় একটি কাটা গাছ সাড়ে চার বছরের শিশু সোহম মন্ডলের ওপর পড়ে, গুরুতর জখম হয় সে। প্রথমে তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে পড়েছে বামুনপুকুর গ্রামে।
বেআইনিভাবে গাছ কাটা হচ্ছিল কিনা তদন্ত শুরু করেছে বনদপ্তর ও মিনাখা থানার পুলিশ। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মৃতের পরিবার।