আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ ডিসেম্বর: প্রচন্ড শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কোঠার গ্রামে। মৃত ওই বৃদ্ধার নাম আহামেদুন নেছা( ৬৯)। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলায় বেশ কয়েকদিন ধরে চরম শীত পড়ার কারনে নাজেহাল আট থেকে আশি বয়সের সাধারন মানুষ। এই শীতের হাত থেকে বাঁচতে সাধারন মানুষ আগুন জ্বালিয়ে হাত পা গরম করছেন। গতকাল রাতে ইটাহার থানার কোঠার গ্রামের বাসিন্দা আহামেদুন নেছা বাড়িতে আগুন জ্বালিয়ে হাত পা গরম করছিলেন। সেই সময় আচমকা তার কাপড়ে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আহামেদুন নেছাকে রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এলেছে। মৃত দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।