সাথী দাস, পুরুলিয়া, ৩ আগস্ট: লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। আজ সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের রাজোয়ার পাড়ায়, পুরুলিয়া–বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে। ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক।
জানা গিয়েছে মৃত কিশোরের নাম প্রীতম পরামানিক (১২)। সপ্তম শ্রেণির ওই স্কুল ছাত্র তার এক পরিচিত র সঙ্গে মোটরসাইকেলে ছিল। আচমকা লরিটি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেলটি। লরিটি ধাক্কা মারে মোটরসাইকেলটিকে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। ঘটনার পরই উত্তেজিত জনতা ঘাতক লরিতে ভাঙচুর চালায়। দেহ ফেলে রেখে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা।
ওই রাস্তায় বেপরোয়া গতিতে যান চলাচল হয় বলে অভিযোগ অবরোধকারীদের। ঘটনার প্রতিবাদে এবং যান চলাচলে গতি নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেন বলে জানান তাঁরা। পুরুলিয়া সদর থানার পুলিশ প্রায় দু’ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ উঠে যায়।