নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১২ এপ্রিল: করোনায় মৃত্যু নিয়ে বেসরকারি মত যাই থাক, রাজ্য সরকার বহুদিন পর্যন্ত ৫ এর বেশি বাড়ায়নি। রবিবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এ রাজ্যে আরও ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে এখন রাজ্যে মৃত্যু সংখ্যা ৭। কিন্তু চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৯৫ ই রয়েছে। যদিও কেন্দ্রের দাবি, গত ২৪ ঘন্টায় ৮ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৩৪।
অন্যদিকে, রাজ্যের সমস্ত জায়গায় রাস্তায় বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই দিল্লি মহারাষ্ট্র তেলেঙ্গানা সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার রাতে জারি করা এক বিশেষ নির্দেশে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, পরিস্থিতি জটিল হলেও করোনা ভাইরাস প্রতিরোধে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। কিন্তু এবার রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। রাস্তায় বেরোলেই অবশ্যই বাধ্যতামূলক ভাবে মাস্ক পড়তে হবে। সার্জিক্যাল বা এন-৯৫ মাস্ক না থাকলেও কাছে থাকা যে কোনও কাপড়ের টুকরো যেমন ওড়না, গামছা বা রুমাল দিয়ে মুখ ঢেকে নিতে হবে। এ নির্দেশের অন্যথা হলে ব্যবস্থা নেবে প্রশাসন।