১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেলুড় মঠ খোলার সময়সীমা

রাজেন রায়, কলকাতা, ৩০ আগস্ট: চলতি মাসেই ভক্তদের জন্য দ্বার খুলেছে বেলুড় মঠের। করোনা বিধি মেনে বেলুড়ে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা। তবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে প্রবেশের সময়।রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ধীরে ধীরে খুলেছে ধর্মস্থানগুলি। একইভাবে চলতি মাসের ১৮ তারিখ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের দরজা।

প্রত্যেকদিন সকাল আটটা থেকে ১১টা এবং বিকেল চারটে থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছিল মঠ। তবে মঠে প্রবেশ করতে গেলে দেখাতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র। বেলুড় মঠে প্রবেশের পর ভক্তদের করোনা বিধি মানতে হচ্ছিল। কোভিড বিধি যাতে ভঙ্গ না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।

এদিকে মঠের তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে পুরনো নিয়ম মেনে সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড়। তবে বদলাচ্ছে বিকেলের সময়। বিকেলে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বেলুড়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা। প্রবেশের সময় কোভিডের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র ও আধার, প্যান অথবা ভোটার আইডির প্রতিলিপি দেখাতে হবে। অন্যথায় দেখাতে হবে ৭২ ঘণ্টা আগে করা কোভিড টেস্টের রিপোর্ট। এগুলি না দেখাতে পারলে বেলুড়ে প্রবেশের অনুমতি পাবেন না দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *