আমাদের ভারত, মেদিনীপুর, ১০জানুয়ারি: বাড়ি নির্মাণের সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক নির্মাণ কর্মীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার খাকুড়দাতে। মৃত ব্যক্তির নাম বিজয় সিং (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, খাকুড়দার সন্তোষ দে নামে এক ব্যক্তির বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন দেওয়ালের কিছুটা অংশ নির্মাণ কাজে যুক্ত কর্মী বিজয় সিংয়ের উপর ভেঙ্গে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। উত্তেজিত এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে পুলিশ কর্মীরা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।