স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ নভেম্বর: পশ্চিমবঙ্গের যেখানেই গিয়েছি, সেখানেই সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মধ্যে একাগ্রতা দেখেছি। কিন্তু আমি ওই দিনের জন্য ভয় পাই, যেদিন আপনারা ভয় পেয়ে যাবেন। আমার ভীষণ ভয় লাগে যেদিন আপনারা ভয় পেয়ে যাবেন, সেদিন প্রজাতন্ত্র ধ্বংসের পথে চলে যাবে। বুধবার মুর্শিদাবাদের ডোমকলে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নদিয়ার কৃষ্ণনগর সার্কিট হাউসে বিশ্রাম নিতে দাঁড়ান রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের এই কথাই বললেন রাজ্যপাল জাগদীপ ধানকর।
এদিন তিনি বেহাল সড়ক ব্যবস্থা থেকে শুরু করে প্যারালাল গভর্মেন্ট চালানোর মতন সব বিষয়েই মন্তব্য করেছেন। এদিন তিনি বলেন, রাজ্যের বেশ কিছু সড়ক ও কেন্দ্রের কিছু সড়ক ভালো হলেও বেশির ভাগ রাস্তাই আমায় ঝটকা দিয়েছে।আমার মনে হয়, ছোট রাস্তা হোক বা বড় রাস্তা, তাকে ঠিক রাখার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ রাস্তা ভালো হলে সব কিছুর উন্নতি হবে। এরপর তিনি কটাক্ষ করে বলেন, হতেই পারত আমি হেলিকপ্টারে আসতাম তবে এই বিষয়ে আমি কম জানতাম। হতে পারে যারা হেলিকপ্টারেই বেশী সময় থাকেন, তারা এই বিষয়ে কম জানেন। এরপর তিনি বলেন, একটা অভিযোগ উঠেছে আমি নাকি প্যারালাল গর্ভরমেন্ট চালাচ্ছি। তবে আপনারা আমায় বলতেই পারেন যে প্যারালাল গভর্মেন্ট চালাতে আমি পারি না। কারণ আমার আয়ত্বে না পুলিশ আছে না রেভিনিউ ডিপার্টমেন্ট। তবে আমি কি ভাবে প্যারালাল গভর্মেন্ট চালাচ্ছি? রাজ্যপাল হিসেবে আমার প্যারালাল গভর্মেন্ট চালানো কাজ নয়। যারা এই ধরণের কথা বলছেন তারা নিজেদের ও রাজ্যপালের সম্মানের ক্ষতি করছেন।আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত কিছু আসেনি, যেখানে বলা হয়েছে আমি আমার সীমা লঙ্ঘন করছি। আমি যেখানে যেখানে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সব জায়গায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে নামবেন। জানি না মানুষের মনে এর কি প্রভাব পড়বে। বাধা আসবে,কিন্তু তার মানে এই নয় যে সঠিক কাজ করা ছেড়ে দিতে হবে। গীতায় বলা আছে কর্তব্য নিষ্ঠা অনুযায়ী কাজ করা উচিত, সেই কাজ আমি করবো। গান্ধীজি বিবেকানন্দের মতন মহাপুরুষরা যে পথ দেখিয়েছেন,সেই পথেই নিষ্ঠার সঙ্গে চলবো।